শতবর্ষে সত্যজিৎ সভা
সত্যজিৎ রায়ের (১৯২১-১৯৯২) জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে গত ২ মে থেকে ৯ মে, বিচিত্রপত্র ও সন্দেশ পত্রিকা ওয়েবিনারের মাধ্যমে আয়োজন করেছিল এক সপ্তাহব্যাপী শতবর্ষে সত্যজিৎ সভা-র। আলোচনা সভায় যেমন সত্যজিৎ রায়ের চলচ্চিত্র, সাহিত্য, চিত্রশিল্প, সঙ্গীতের প্রসঙ্গ উঠে এসেছে গৌতম ঘোষ, তেজেন্দ্রনারায়ণ মজুমদার, পৌলমী চট্টোপাধ্যায়, শ্রমণা গুহঠাকুরতা, সঞ্জয় মুখোপাধ্যায়, বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য সবুজকলি সেন প্রমুখ বিশিষ্টজনেদের কথায়, তেমনই আবার রায় পরিবার, সন্দেশ ও পারিবারিক স্মৃতিচারণায় মেতেছেন তাঁর পরিবার এবং সন্দেশের প্রবীণ থেকে নবীন প্রজন্ম। একসপ্তাহব্যাপী এই আলোচনা সভার অন্যতম বিশেষ আকর্ষণ রবীন্দ্রনাথ ও সত্যজিৎ; এই বিষয়ে বক্তব্য রেখেছেন তিনজন বিশিষ্ট রবীন্দ্র-গবেষক, প্রাবন্ধিক ও চলচ্চিত্র সমালোচক। এছাড়াও রায় পরিবারের তরফে সন্দীপ রায়ের সম্পাদনায় সন্দেশ পত্রিকা বিভিন্ন সংখ্যা জুড়ে সত্যজিৎ রায়ের শতবর্ষ উদযাপন করছে। এবং উপদেষ্টা সন্দীপ রায়ের নেতৃত্বে সৌরদীপ বন্দ্যোপাধ্যায়, অয়ন চট্টোপাধ্যায় ও সৌম্যকান্তি দত্ত-র সম্পাদনায় ‘সত্যজিৎ ১০০’ সংখ্যাটি ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে পাঠকমহলে। তাদের পরবর্তী চারটি সংখ্যা জুড়ে সত্যজিৎ রায়ের শতবর্ষ উদযাপন করবে বিচিত্রপত্র। সন্দীপ রায়ের তত্ত্বাবধানে অনুষ্ঠানটির সামগ্রিক পরিচালনা করেছেন সন্দেশ ও বিচিত্রপত্র-র তরফে তূর্ণী ধর, অয়ন চট্টোপাধ্যায় এবং সৌম্যকান্তি দত্ত।
পাঠকের দরবারে স্বরচিত বই সমালোচনার সুবর্ণ সুযোগ
নিজস্ব প্রতিবেদন: লেখকদের জন্য সুবর্ণ সুযোগ! আপনার লেখা বইটি ‘বিচিত্রপত্র’-তে আলোচনার জন্য ডাকযোগে বই পাঠানো যাবে ‘বিচিত্রপত্র’-র দফতরে: ২২/১১৯ রাজা মনীন্দ্র রোড, কলকাতা— ৭০০ ০৩৭। সেরার সেরা বইগুলোর বিস্তারিত আলোচনা ‘বিচিত্রপত্র’-র মুদ্রিত সংস্করণে এবং সেরা বইগুলোর বিস্তারিত আলোচনা প্রকাশিত হবে ‘বিচিত্রপত্র’-র ওয়েবসাইটে: www.bichitropotro.com -এ। প্রবন্ধের বইয়ের অগ্রাধিকার বেশি। গল্প, উপন্যাস ও কবিতার বইয়ের ক্ষেত্রে এক মাসের মধ্যে একটির বেশি বই পাঠাবেন না। এক মাসের মধ্যে প্রবন্ধের বই সর্বাধিক ৩টি পাঠানো যাবে। বইয়ের একটি করে কপি পাঠাতে হবে কেবলমাত্র ডাক বা ক্যুরিয়ার মারফৎ উপরে উল্লেখিত ‘বিচিত্রপত্র’-র দফতরের ঠিকানায়। বইয়ের আলোচনা সংক্রান্ত মনোনয়নের খবর পত্রিকা দফতর থেকে ইমেল বা চিঠি দিয়ে জানানো হয়।