অ-মেয়েবেলা

জ্যোতির্ময় শীল

Posted On: June 12, 2021

এক-ছটাক আলো।
গহীন কোন্দরে অবশিষ্ট থাকা নির্যাস
সুসুপ্তির দোরগোড়ায়।
বিদ্রূপ অবহেলায়,
কিংবা কোন অছিলায়
মেয়েবেলার উন্মত্ততা পুড়ে যায়,
তখন পা আটকে আলতার জটিলতায়।
শাঁখা-পলা-সিঁদুরে বানায় এক নিছক নিথর ত্রিকাল।
এক সেতু গড়ে বিচ্ছিন্নতা আড়াল করে রাখে।
গোঙানি ভেসে আসে
দেহাতি লালসা যেখানে মেশে।
যেন অনুনাসিক স্বরে আওড়ানো হাহুতাশ।
প্রবণতা ঘিরে চিড় ধরে গোড়ায়,
আনাচে কানাচে।
খিদে বাড়ে গুণিতকে।
নির্বাক গাছ তার পাতায় বোনে হাহাকার।
স্ফুলিঙ্গকে সাক্ষী রেখে আবর্তিত টানাপোড়েনে
কৌতুহল বয়ে গেছে জলে।

Tagged with: