হে মানব সন্তান

সৌভাত্র বন্দোপাধ্যায়

Posted On: August 1, 2021

নব আনন্দে জাগো হে মানব সন্তান
এ জগৎ সংসারে তুমি তো ছিলে মহান,

এক দুর্যোগের কবলে তুমি কি হবে নিঃস্ব?
অনন্ত দুর্যোগের সম্মুখীন তুমি অপরাজেয় ভীষ্ম,

ব্রহ্মাণ্ডের অসীম ক্ষমতার অধিকারী আজ
হারিয়েছ কি তবে সকল গৌরবের তাজ?

দিশাহীন এই সভ্যতার তুমি করেছ বিকাশ
নিজেরই অজান্তে মানবতার হচ্ছে নিকাশ,

কালো-সাদা, উঁচু-নিচু, যত বিভেদের সৃষ্টি
কখনো বোঝোনি এতেই জন্মিবে বিষম অনাসৃষ্টি,

প্রকৃতির অবদানের করো নাই কোনো সমাদর
তোমার অদম্য লালসায় পরিবেশ আজ ভয়ঙ্কর,

জ্ঞান অর্জনে সক্ষম তুমি অন্ধ হলে ঈর্ষায়
বিজ্ঞানের সুফলেরে করেছ আজ বিষময়,

এবার কি ভাঙবে অহং? জাগবে তোমার মান?
এ জগৎ সংসারে কি তুমি আজও রবে মহান?

Tagged with: ,