কত কী, এতো কী!

পূর্ণেন্দু ব্যানার্জি

Posted On: August 24, 2021

ঘরে বসে প্রাণ নেই, আকাশে উজান নেই, 
তাতে কী! 
রাতে পাতে ভাত শেষ! আকাশেতে অবশেষ
বাঁচেনি।
এইভাবে কেটে যাবে, গতি সব ঘেঁটে যাবে,
জানি তো।
তারা চাঁদে ঢেকে যাবে, দেশে লোক খেটে খাবে,
ভাবি তো।

দেখি কত শত লোক, ফ্যান গেলে ভেবে ভোগ,
ভগবান।
টাকা দিয়ে কেনে রোগ, দেশে বাঁচে শুধু শোক,
অজানার।
রাত জেগে বসে পাখি, দিয়ে যায় কত ফাঁকি,
কে জানে!
এভাবে সবে হয়ে দাসী, মাছ দিয়ে শাক ঢাকি,
স্বজনের।

হীরকের রাজা আজও, বলে শুধু দিয়ে থাকো,
কাগজে।
সাধু ভেবে যাকে রাখো, ঢেলে দেবে নেশা কতো,
মগজে।
তবুও তো সব থেমে যাবে, নেশা কেটে জান পাবে,
তুমিও।
যদি না এখনো বোঝো, ঠুলি চোখে পরে নিয়ে,
ঘুমিও।

Tagged with: ,