হাতের মুঠোয় আগলে রেখেছি জোনাকি
মৃত্যু মিছিলে ধ্বজা ধরে মহামারী
উৎসব আর উল্লাস সে তো সাবেকি
চোখের সামনে শবদেহদের সারি!
পাতার চাদরে লেখা হয় রক্তলিপি,
শূন্য আকাশে চুল্লী হাহাকার করে,
আগুন বাতাসে বাষ্পের কারচুপি
ধর্মের বাণী মাথা কুটে কুটে মরে!
তবু জানি সব রক্তের রঙ লাল,
কিবা এসে যায় চামড়া বদল হলে!
পুরনো ক্ষত ফসিল ও শৈবাল
নিজেকে বোঝাই অবুঝের কৌশলে!
দাঁড়ি টেনে দিই বিবেক ও সুস্থতায়,
আমি তুমি আর প্রতিযোগী মেতে উঠি
এড়িয়ে চলছি ভাল থাকবার দায়,
বাজি রেখেছি জীবন যুদ্ধের ঘুঁটি!
জানু পেতে বসে চাওয়ার বাকি কি আর?
সন্তান কাঁদে ক্ষিদে পেট নিয়ে হায়,
ঝলসানো রুটি চাঁদ করে হাহাকার—
এ জগতে আসলে সবাই জিততে চায়!