অন্য হেমন্তের গান

শুচিতা সপর্যা

Posted On: November 23, 2021

পুরাতনের রেশ রেখে যায় বাংলার অবারিত মাঠে, পড়ে রয় অবশিষ্ট নাড়া।
এ বেলায় ধান কাটা হলে পরে
প্রবীণ শস্য ক্ষেত একা বসে থাকে অন্য হেমন্তের গান শুনবে বলে।

দীর্ঘ পথের বাঁকে অর্জুনের ডালে শান্ত পাখির নীড়।
পড়ন্ত রোদ্দুর কেটে সাদা বক উড়ে যায় সব শাসনের বাঁধন ছিড়ে সীমানা ছাড়িয়ে।
দুপুর স্নানে হাঁসের দল অবাধ্য সাঁতারে আনন্দ মাখে কাজল-ছায়া জলে।
কখনো অচেনা আবেগের পাণ্ডুলিপি ঢাকে আল-পথখানি।
অর্শমা গলে পড়ে পথের বাঁকে, পাতার সবুজে চোখ বুজে দিনের সাতকাহন।
জীবনের হিসেব-নিকেশ সেরে সন্ধ্যামালতী হেসে ওঠে তখন ।

রাখালের পদ চিহ্নে ক্লান্তির ছাপ,
ঝড়োহাওয়ায় ধূলিকণা গোধুলী পলাশের আকাশে সমাপ্তি টানে।
পাখির ডানায় শেষের অধ্যায় নামে অবারিত মাঠের পরে।
শ্যাম কুয়াশা যেন ঢলে পড়ে অন্য কাব্য-গাঁয়ের দিগন্তে প্রেমের আরাধনায়!
হেমন্ত সঙ্গীতে সন্ধ্যা-মায়া রেখা কাটে শাশ্বত বাংলার হৃদয়ে।

Tagged with: ,