মৃত্যু শোকের জনসম্মেলন
চিল শকুনের ভিড়,
একি মানুষ কোথায়?
এ যে মানুষের শোককসম্মেলন !
মানুষ তো কবেই হারিয়েছে
মানসিকতার প্রয়ান ঘটেছে।
তার অবশ্য শোক সভা
আজও হয়ে ওঠেনি,
তবে মানসিকতাহীন মানুষ কি
মানুষের পর্যায়ে পড়ে?
লোভ হিংসা আজ মানুষের
নতুন মানসিকতা
ঠিক যেন চিল শকুন আর শেয়াল
ভালোবাসা আজ চুক্তি মাত্র
অনুভূতির খুন হয়েছে
ক্ষমতাহীন প্রেম আজ অসহায়
মানসিকতাহীন মানুষেরই জয়!
বিবর্তীত সংজ্ঞা
সৌমিলী মন্ডল
Posted On: August 8, 2021