চোখ খুলো না খবরদার!

বিধান গড়াই

Posted On: September 5, 2021

কেন এমন করে মুখ ফিরিয়ে রেখেছো তুমি?
যে নদী দিয়ে লাশ বয়ে গেছে সেদিন
সেই নদীতে আর কেও পুজোর ফুল ভাসাবেনা
এমন তো নয়! 
কিছুদিন মাছরাঙার পাশে চিল,শকুনেও মুখ দেবে জলে
কারোর সিঁথির সিঁদুরের লাল রং ভেসে বেড়াবে সাগরে 
তারপরে আবার সব শান্ত!
পোড়া ঘি, শুকনো ফুল, একমুঠো ছাই – তফাত নেই কিছুই
যজ্ঞে বা যুদ্ধে
আগুন নিভলে শুধুই ধোঁয়াশা…

তার থেকে বরং আলো নিভিয়ে শুয়ে পড়ো
স্বপ্নের দেশে অপেক্ষা করো তোমার মোহময়ীর
ওরা বরং আগুন লাগাক, চেঁচাক কিংবা ঘন্টা বাজাক
তুমি চোখ খুলো না খবরদার! গলা তো কবেই কাঠ
পারলে চাদরটা মুড়ে নাও। দেখবে আবার সব শান্ত!

ভেসে যাও ফের স্বপ্নের ভেলায়
ঐ দেখো সে এসেছে! চিনতে পারছো না?
এগিয়ে এসো ঝাড়বাতির আলোয়
ছেঁড়া জামাকাপড় আর রক্তের ছোপগুলো আড়াল করে তাকাও
ঐ যে সত্য!  
না না চোখ খুলো না খবরদার!

Tagged with: ,