আনন্দ এবং দুঃখ যখন একসঙ্গে মনে বাসা বাঁধে তখন কিছু লেখা বড়ই দুষ্কর হয়ে পড়ে। নতুন বছরের গোড়াতেই আমরা বিচিত্রপত্রের সম্পাদনার কাজ শুরু করতে পেরেছি, অবনীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মবার্ষিকী উদযাপনই এই সংখ্যার অন্যতম উদ্দেশ্য। এমন এক আনন্দের মুহূর্তে দুঃখের বার্তা বয়ে আনল শ্রীঅমিতেন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুসংবাদ। শুধু দুঃখ নয়, আফশোসও বটে। আমরা এই সংখ্যাটা আর ওঁর হাতে তুলে দিতে পারলাম না। তবে সান্ত্বনা এটুকুই যে, এই সংখ্যাটির সম্পাদনার সময় আমরা ওঁর আশীর্বাদ পেয়েছি। অবন ঠাকুরকে নিয়ে স্মৃতিচারণা, বিশ্লেষণ এবং তথ্যপুঞ্জি সমেত সম্পাদিত এই সংখ্যাতে ওঁর অবদান কতখানি, তা পাঠকেরা পত্রিকাটি পড়লেই বুঝতে পারবেন।
শুধু ‘অবনীন্দ্রনাথ ১৫০’-ই নয়, এই সংখ্যায় আরও দু’টি ক্রোড়পত্র রয়েছে। প্রথমটির বিষয় হল সত্যজিৎ রায়ের ফিল্ম টেকনিশিয়ানস। সত্যজিৎ রায়ের ছবি তৈরির নেপথ্যের নায়কেরাই হলেন এই ক্রোড়পত্রের মূল প্রেক্ষাপট। আর দ্বিতীয় ক্রোড়পত্র সম্পর্কে কেবল এটুকুই বলতে পারি, এই ক্রোড়পত্র পড়াকালীন আপনার মুখে হাসির রেখা আর মনে মজার পুলক ফুটতে বাধ্য।
শুধু ক্রোড়পত্রই নয়, এই সংখ্যার অন্যতম বিশেষ আকর্ষণ সত্যজিৎ রায়ের ‘প্রতিদ্বন্দ্বী’ ছবির সম্পূর্ণ চিত্রনাট্য। এছাড়াও রয়েছে রবি ঠাকুরের চিঠিপত্র, লীলা মজুমদারের অপ্রকাশিত অনুবাদ, জমজমাট প্রবন্ধ, কবিতা, ভ্রমণ, আরও কত কী!
এতো কিছু আনন্দের কথা বলার পরেও পত্রিকার মলাট উল্টে যখন অবন ঠাকুরের প্রচ্ছদটি দেখছি, তখন কেন জানিনা অমিতেন্দ্রনাথ ঠাকুরের কথা বারবার মনে পড়ছে। স্মৃতি হয়তো এমনই হয়। অমিতেন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি এভাবেই আমাদের সঙ্গে থাকুক, খানিকটা মনখারাপে আর অনেকটা বিচিত্রপত্রের পাতা জুড়ে।
বিনত,
সৌরদীপ বন্দ্যোপাধ্যায়