শব্দরা একে একে ভেঙে যায়
রৌদ্রে কি শীতের নিষ্ঠুর আঘাতে
অথবা কি মানুষেরই উদাসীনতায়?
ধূসর ঘুঘুরা তবু বৃক্ষ থেকে নামে
আরও গাঢ় ফিঙে তার কেশবিন্যাস ঝাঁকি দিয়ে
কেবল্-র তার থেকে নেমে
কবির জানলায় এসে থামে।
এখন শহরে এক অসমাপ্ত বসন্ত যেহেতু
পাখিদের বেশ আনাগোনা
তাদের গানও যায় শোনা;
এমন কি কোকিল এক ডেকে ডেকে মরে
মেইন রাস্তায়
অব্যবহারে ভেঙে গেছে
প্রেমিকার সঙ্গে তার সেতু;
মানুষের সঙ্গে মানুষের সাঁকো ভেঙে যায়
সে কি মানুষেরই উদাসীনতায়।